বছরে তুলা আমদানিতে খরচ ৩৫ হাজার কোটি টাকা
দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনসহ এ খাতে তৈরি হয়েছে ব্যাপক কর্মসংস্থান। তবে সর্বাধিক রপ্তানির এ খাতেও রয়েছে নানান সমস্যা। বিশেষ করে সুতার জন্য আমদানিনির্ভরতা এ খাতে অন্যতম প্রতিবন্ধকতা। সুতা তৈরির জন্য প্রয়োজন তুলা, যার প্রায় পুরোটাই দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। এতে প্রতি বছর খরচ করতে হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। চাহিদার তুলনায় দেশে তুলার উৎপাদন ২ শতাংশেরও কম।
বর্তমানে বাংলাদেশে বছরে প্রায় ৮৫ লাখ বেল তুলার চাহিদা রয়েছে। এর বিপরীতে দেশে উৎপাদন হচ্ছে মাত্র এক লাখ ৭৬ হাজার বেল, যা চাহিদার দুই শতাংশও পূরণ করতে পারছে না। এ কারণে ঘাটতি মেটাতে প্রতি বছর বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে ৮০ লাখ বেলের বেশি তুলা। যাতে ব্যয় হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা।