বিদেশে বিনিয়োগের অনুমতি বাংলাদেশকে যে সুবিধা দেবে
বাংলাদেশের উদ্যোক্তাদের একটি অংশ অনেক আগে থেকেই দেশের বাইরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে আসছে। আমার একটি মজার অভিজ্ঞতা হচ্ছে ২০১১ সালে একটি বৃহৎ স্থানীয় ব্যবসা ও শিল্পগোষ্ঠীর হয়ে আমরা বাংলাদেশ ব্যাংকে কম্বোডিয়ার বৃহৎ কৃষিজমিতে বিনিয়োগ এবং উৎপাদিত ফসলের কিয়দংশ দেশে আনার অনুমোদন চাইলে বাংলাদেশ ব্যাংকের সাদামাটা উত্তর ছিল—প্রচলিত বৈদেশিক মুদ্রা আইনে এ ধরনের আবেদন বিবেচনার সুযোগ নেই।
অন্য একটি বৃহৎ শিল্পগোষ্ঠীকে এক্সপোর্ট রিটেনশন বা রপ্তানি আয় সংরক্ষণ অ্যাকাউন্টে ৩০ মিলিয়ন ডলার থাকলেও মালয়েশিয়ায় একটি কোম্পানি কেনার ক্ষেত্রে গাইডলাইনের অভাবে অর্থ পাঠানোয় অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।