![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/02/27/bd1d8a0923ed2375f7486a4018d3ff11-621b490ebbbfb.jpg)
শ্রীলঙ্কান ফুটবলারের লাশ পাওয়া গেল মালদ্বীপে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:২১
মালদ্বীপ প্রিমিয়ার লিগের ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে খেলতেন ডাকসন পাসলাস। পাসলাস শ্রীলঙ্কান জাতীয় দলের ফুটবলার। গতকাল সন্ধ্যায় মালদ্বীপের রাজধানী মালের নিজগৃহে তাঁর মৃতদেহ পাওয়া গেছে। মালদ্বীপ পুলিশের তাৎক্ষণিক রিপোর্টে তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাসলাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন। গতকাল দিভেহি লিগে ম্যাচ ছিল তাঁর দলের। কিন্তু চোটের কারণে ভ্যালেন্সিয়ার স্কোয়াডে ছিলেন না এই শ্রীলঙ্কান ডিফেন্ডার।
- ট্যাগ:
- খেলা
- লাশ উদ্ধার
- জাতীয় দল
- খেলোয়াড়
- ফুটবল খেলা