![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252Fe4d2dfa3-176c-4368-853b-ba639bf6012b%252Fsrk.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
ফারহানের বিয়েতে কেন যাননি শাহরুখ
প্রথম আলো
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৯
কয়েক দিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন ফারহান আখতার আর শিবানী দান্ডেকর। তাঁদের বিয়েতে যোগদানের কথা ছিল বন্ধু শাহরুখ খানের। কিন্তু বলিউডের কিং খান তাঁদের বিয়ে, এমনকি রিসেপশনে পর্যন্ত যাননি। আর সম্প্রতি তার কারণ জানা গেছে।
১৯ ফেব্রুয়ারি খান্ডালায় সাদামাটাভাবে বিয়ে করেন ফারহান আর তাঁর দীর্ঘদিনের প্রেমিকা শিবানী।
এই তারকা দম্পতির বিয়েতে হৃতিক রোশন, ফারাহ খান, রিয়া চক্রবর্তীসহ আরও অনেক বিটাউন তারকা হাজির ছিলেন। ফারহান ও শিবানী ঘনিষ্ঠ বন্ধুদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন। আর এ তালিকায় শাহরুখের নাম ছিল বলে শোনা গিয়েছিল। কিন্তু শাহরুখ ফারহান-শিবানীর বিয়েতে যাননি। এদিকে ফারহানের বন্ধু তথা প্রযোজক রিতেশ সিধওয়ানি এক রিসেপশনের আয়োজন করেছিলেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর আগে