বিএনপিকে মানুষ কেন ‘হ্যাঁ’ বলবে?

www.ajkerpatrika.com বিভুরঞ্জন সরকার প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৬

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে ‘না’ রোগে পেয়েছে। তারা যা চায় তা পাওয়ার অবস্থা হলে তখন বলে—না, এটা চাই না। নির্বাচন কমিশন গঠনের জন্য আইন চেয়েছিল। সরকার আইন করার উদ্যোগ নেওয়ার পর বলে, না, আইন চাই না। বিএনপি ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যাওয়ার বৈধ ও গণতান্ত্রিক উপায় হলো নির্বাচনে জেতা। কিন্তু নির্বাচন এলে বলে, না, নির্বাচনে যাব না। তাহলে কীভাবে ক্ষমতায় যাবে? বিএনপির একজন শীর্ষ নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। তারপর নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। তারপর ‘মানবতার নেত্রী’ খালেদা জিয়াকে মুক্ত করা হবে।


কবে এ বিষয়গুলো ঘটবে? কবে হবে বিএনপির ইচ্ছাপূরণ? গয়েশ্বর রায় বলেছেন, সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। অচিরেই এই সরকারের পতন হবে। বাতি যেমন নেভার আগে জ্বলে ওঠে, সরকারের অবস্থাও নাকি তাই। কখন নিভে যাবে, তা তারা নিজেরাও টের পাবে না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও