নখের হলদে দাগ দূর করার উপায়
বার্তা২৪
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১১
হাতের সৌন্দর্য নষ্ট করে নখের অনুজ্জ্বল ভাব বা হলদে দাগ। আর এই দাগ দূর করার সহজ কৌশল হিসেবে অনেকেই উজ্জ্বল রঙের নেইল পলিশ লাগিয়ে নেয়। তবে এই সমস্যাগুলো চাপা দিয়ে রাখার চেয়ে সমাধান করে ফেলাই ভালো না?
নখের হলদেভাব দূর করে এর সঠিক যত্ন কীভাবে নেবেন জেনে নিন—
>প্রথমে যেকোনো ধরনের টুথ-পেস্ট নিন। প্রতিটি নখের উপরে বেশি করে পেস্ট লাগিয়ে এক মিনিট রেখে দিন। তারপর একটি ব্রাশ ভিজিয়ে নিয়ে আরো এক মিনিট নখ ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।