কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাবুল থেকে বাঁচতে ইউক্রেইনে, এবার কোথায়?

বিডি নিউজ ২৪ ইউক্রেন প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫১

গত বছর অগাস্টে তালেবান যখন কাবুল দখল করে নিল, সেখান থেকে পালিয়ে ইউক্রেইনে এসেছিলেন আফগানিস্তানের সাবেক এক সামরিক কর্মকর্তা। ইউক্রেইনে হঠাৎ যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় আবার তাকে পালানোর পথ খুঁজতে হচ্ছে।


রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ভোরে প্রতিবেশী ইউক্রেইনে আগ্রাসন শুরু করার পর বিদেশি নাগরিক আর অভিবাসনপ্রত্যাশীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও যে যার মত ছুটছেন। তাদের মতই সীমান্তের দিকে ছুটছেন আফগান নাগরিক হায়দার সিদ্দিকী।


বিবিসিকে হায়দার বলেন, “আমি কাবুল থেকে পালিয়ে এসেছি, এখন আবার অন্য যুদ্ধের মাঝখানে পড়লাম।”


২০ বছর পর আফগান সরকারকে উৎখাত করে গত বছরের ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করে তালেবান। এরপর জীবনের নিরাপত্তার কথা ভেবে আফগানিস্তান ছেড়ে বিভিন্ন দেশে পালিয়ে যান সাবেক প্রশাসনের অনেক কর্মকর্তা ও নাগরিকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও