সঙ্গী আপনাকে অসম্মান করছে? যেভাবে বুঝবেন
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪৩
আপনার সঙ্গী যদি আপনাকে অসম্মান করে তবে সে বিষয়টি আপনি চাইলে সহজেই বুঝতে পারবেন । আর পরিস্থিতি যদি এমনই হয় তাহলে সেই সঙ্গীর সাথে থাকা কঠিন হয়ে দাঁড়ায়।
সঙ্গীর অসম্মান শুধুমাত্র কষ্টের না সেই সাথে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। কয়েকটি বিষয় দেখলে আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গী বা স্বামী আপনাকে অসম্মান করছে কি না।
চাহিদা উপেক্ষা করা: আপনার সঙ্গী যদি আপনি কয়েকবার কথা বলার পরেও না শোনে অর্থাৎ আপনার কথার যদি গুরুত্ব না দেয় সেক্ষেত্রে এটি ভালো লক্ষণ না। আপনার স্বামী যদি আপনার কথা শোনে, আপনার যত্ন নেয় যেমনটা আপনিও নেন তাহলে ঠিক আছে। এর অন্যথা হলে বুঝতে হবে সে আপনাকে সম্মান করছে না।
অন্যদের সাথে তুলনা করা: আপনার সঙ্গী যদি অন্যের সাথে আপনাকে তুলনা করে তবে তা অনুপ্রেরণা হতে পারে আপনার জন্য। তবে এ তুলনা যদি অতিরিক্ত হয় তবে তা অবশ্যই চিন্তার কারণ।
- ট্যাগ:
- লাইফ
- টিপস
- অসম্মান
- জীবন সঙ্গী