![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F02%2F27%2Fmizan.jpg%3Fitok%3D0szZTSpU)
শান : প্রথম বার সিনেমায় গাইলেন মিজান
এনটিভি
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৫
আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা পুলিশি অ্যাকশন থ্রিলার ‘শান’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিজান রহমান। ‘আমি শান’ শিরোনামের গানটির মাধ্যমে প্রথম বার সিনেমায় গাইলেন এই শিল্পী। রাকিব হাসান রাহুলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন আলভী।
২০২০ সালে রেকর্ড করা গানটি পুনরায় আবার রেকর্ড করা হয়েছে সম্প্রতি। গানটি প্রসঙ্গে সিনেমাটির পরিচালক এম রাহিম বলেন, ‘গানটি সম্পূর্ণ রক ঘরানার ফিলে তৈরি করা হয়েছে; মিজান ভাইয়ের সাথে যখন ফোনে কথা বলি, তখন রাজি ছিলেন না গাওয়ার জন্য; পরে মিজান ভাইকে বলা হয় গানটি আপনি একবার শুনে যদি ভালো না লাগে তবে আপনাকে রিকোয়েস্ট করব না।
- ট্যাগ:
- বিনোদন
- টাইটেল গান
- গান গাওয়া
- মিজান রহমান