![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F02%2F27%2Fmi5-photo.jpg%3Fitok%3D1KW-JUEa)
‘আফগানিস্তানে আবারও সংগঠিত হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো’
সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগানিস্তানে পুনরায় সংঘবদ্ধ হচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৫-এর প্রধান কেইন ম্যাককালাম।
আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, আফগান ভূমি ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠীগুলো যুক্তরাজ্যে সম্ভাব্য হামলা চালাতে পারে বলে জানিয়েছেন ম্যাককালাম।
সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগ দেওয়ার জন্য বেশ কয়েকজন যুক্তরাজ্য থেকে আফগানিস্তানে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা প্রধান। এ বিষয়ে তিনি বলেন, ‘ভ্রমণ প্রচেষ্টার শুরুতেই তা আমাদের নজরে আসে। তারা নিজ পরিবার ও আমাদের নজরদারিতে রয়েছে।’