কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বস্তা সেলাই করে জীবিকা নির্বাহ পাঁচ শতাধিক নারী-পুরুষের

বণিক বার্তা হিলি প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০২

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানীকৃত বিভিন্ন পণ্য ঘিরে তৈরি হয়েছে বস্তার ব্যাপক চাহিদা। সেই চাহিদা সামনে রেখে হিলিতে গড়ে উঠেছে বেশকিছু পুরনো বস্তার দোকান। এসব দোকানে ছেঁড়াফাটা বস্তা সেলাই করে ছেলেমেয়েদের পড়ালেখাসহ জীবিকা নির্বাহ করছেন পাঁচ শতাধিক নারী ও পুরুষ শ্রমিক। একটা সময় এসব শ্রমিকের অনেকেই চোরাচালানের সঙ্গে যুক্ত থাকলেও এখন বস্তা সেলাইয়ের মতো বৈধ কাজ করে দারুণ খুশি তারা।


বস্তার দোকানে কর্মরত মিলন মণ্ডল বলেন, আগে আমি ভারতীয় পণ্যের চোরাচালানের সঙ্গে জড়িত ছিলাম। ভারত থেকে শাড়ি ও জিরা নিয়ে আসতাম। এখন সীমান্তে সিসি ক্যামেরা বসানো ও কড়াকড়ির কারণে আমরা আর ভারতে যেতে পারি না, কোনো পণ্যও নিয়ে আসতে পারি না। আমরা এখন বৈধভাবে বস্তা সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছি। সারা দিন বস্তা সেলাইয়ের কাজ করে যে মজুরি পাওয়া যায় তাতে আমাদের সংসার ভালোই চলছে।


অপর শ্রমিক ইমরান হোসেন বলেন, সারা দিনে আমরা ৩০০-৩৫০ বস্তার ছেঁড়াফাটা সেলাই করি। এতে দিনশেষে সাড়ে ৫০০-৬০০ টাকা মজুরি পাই। তা দিয়ে সংসারের যাবতীয় মিটিয়ে আমাদের দিন ভালোভাবেই চলে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও