প্রথম ডোজ টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকাদানের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। যথেষ্ট টিকা মজুত আছে। আজ শনিবারের পর থেকে দেশে প্রথম ডোজ টিকাদান চালু থাকবে। একইভাবে দ্বিতীয় ও বুস্টার ডোজও চলমান থাকবে।
দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) টিকাকেন্দ্র পরিদর্শন শেষে সেখানে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। প্রতিটি দেশের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা থাকলেও বাংলাদেশে লক্ষ্যমাত্রার অতিরিক্ত টিকা দেওয়া হয়েছে।