![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F02%2F26%2F20150511_150511-nrf-fabe15806fde84e9e193f7107fb54b57.jpg%3Fjadewits_media_id%3D777810)
পূর্ব ইউরোপে কয়েক হাজার কমান্ডো পাঠাচ্ছে ন্যাটো
ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ শুক্রবার জানিয়েছেন, ইউক্রেন সীমান্তবর্তী জোটের সদস্য দেশগুলোতে যুদ্ধের জন্য প্রস্তুত এমন কয়েক হাজার কমান্ডো মোতায়েন করা হবে। একই সঙ্গে রাশিয়ার আক্রমণ মোকাবিলায় ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ অস্ত্র পাঠানো অব্যাহত থাকবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
স্টোলেনবার্গ জানান, ন্যাটো তাদের র্যাপিড রেসপন্স ফোর্সের সদস্যদের মোতায়েন করতে যাচ্ছে। এই বাহিনীতে স্থল, বিমান, নৌ ও স্পেশাল অপারেশন্স ফোর্সের সদস্যরা রয়েছেন।