![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252F5c8b0e8a-8d54-444c-8b6c-0effe7372489%252F93731aa6-6c68-4652-b173-500e053735b1.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৬: র্যাব
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র্যাব। গতকাল শুক্রবার গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে আজ শনিবার সকালে প্রথম আলোকে জানিয়েছেন র্যাব-৮–এর (মাদারীপুর) কমান্ডার মো. সাদেকুল ইসলাম।
র্যাবের এই কর্মকর্তা বলেন, আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।