নাকের ভেতরে দাঁত!
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন এক ব্যক্তি। তবে তাঁর শ্বাসতন্ত্রে কোনো সমস্যা ছিল না। তবু কমছিল না শ্বাসকষ্ট। পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসকদের চোখ কপালে ওঠে।
তাঁরা দেখতে পান, ওই ব্যক্তির ডান নাকের ভেতরে ধীরে ধীরে বড় হচ্ছে একটি দাঁত। এ জন্যই শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাঁর। পরে দাঁতটি তুলে ফেলেন চিকিৎসকেরা।