কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১০০ পেয়ে সবার ওপরে বাংলাদেশ

প্রথম আলো প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৩

সবার আগে তিন অঙ্কের ‘ম্যাজিক ফিগারে’ পৌঁছে গেল বাংলাদেশ!


আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডের সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ছিল দুই নম্বরে। তবে শীর্ষে থাকা ইংল্যান্ডের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে ছিল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ‘বাছাই’ হিসেবে আয়োজিত আইসিসির এই ১৩ দলের সুপার লিগে শীর্ষে ওঠার হাতছানি নিয়েই সিরিজটা শুরু করেছিলেন তামিম ইকবালরা, আজ দ্বিতীয় ওয়ানডেতে জিতেই ইংল্যান্ডকে পেরিয়ে সবার ওপরে ওঠা হয়ে গেল বাংলাদেশের!


পাশাপাশি ‘সেঞ্চুরি’ও হয়ে গেল বাংলাদেশ দলের! সুপার লিগের পয়েন্ট তালিকায় এখন শীর্ষে থাকা বাংলাদেশের নামের পাশে পয়েন্টের ঘরে জ্বলজ্বল করছে ‘জাদুকরী সংখ্যাটি’—১০০!


সুপার লিগে এ পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছে, এর মধ্যে ১০ ম্যাচ জিতেছে, হেরেছে ৪টি। জয়প্রতি ১০ পয়েন্ট করে ১০০ পয়েন্ট হয়ে গেল বাংলাদেশের। দুইয়ে থাকা ইংল্যান্ড ৯৫ পয়েন্ট পাওয়ার পথে ম্যাচ খেলেছে ১৫টি। এই ১৫ ম্যাচে ইংল্যান্ডের ৯টি জয়ের পাশে ৫টি হার, সেখান থেকে পেয়েছে ৯০ পয়েন্ট। আর একটি ম্যাচে ফল হয়নি, সে ম্যাচ থেকে ৫ পয়েন্ট পেয়েছে ইংলিশরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও