নতুন মহাকাশ টেলিস্কোপ ব্যবহারের অভিনব সুযোগ

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৬

ডোমিনিকা উইলেসালেক প্রায় সবার আগে নতুন টেলিস্কোপ নিয়ে পরীক্ষার সুযোগ পাচ্ছেন৷ মহাকাশে নতুন সুপার টেলিস্কোপ প্রস্তুত হবার ঠিক পরেই বাছাই করা যে ১৩টি টিম সেটি ব্যবহার করতে পারে, তিনি সেগুলির মধ্যে একটির সদস্য৷ ডোমিনিকা বলেন, ‘‘সত্যি জ্যোতির্বিদ্যা চর্চা শুরু করলে এবং খালি চোখে দেখা রাতের আকাশ যে মহাকাশের ক্ষুদ্র ভগ্নাংশ, সেটা আরও ভালো করে বুঝতে পারলে সম্পূর্ণ ভিন্ন উপলব্ধি হয়৷ সে বিষয়ে নতুন করে সচেতন হলে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে৷’’


ডোমিনিকা গ্যালাক্সির মধ্যভাগে বিশাল ভরসম্পন্ন ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর সম্পর্কে বিশেষভাবে আগ্রহী৷ ম্যাটার বা পদার্থ গিলে নিলে সেই গহ্বর থেকে শক্তিশালী বাতাস বিকিরণ হয়৷ সেই বাতাস গ্যালাক্সির মধ্যে নক্ষত্রের জন্ম প্রক্রিয়ায় সহায়ক হতে পারে, আবার প্রক্রিয়া বন্ধও করতে পারে বলে তিনি জানালেন৷


গ্যালাক্সির বিকাশের ক্ষেত্রে ব্ল্যাক হোলের ভূমিকা জ্যোতির্বিদ্যার অন্যতম মৌলিক প্রশ্ন৷ এ প্রসঙ্গে ডোমিনিকা উইলেসালেক বলেন, ‘‘বিশাল ভরসম্পন্ন কৃষ্ণ গহ্বর ও সেটির আশ্রয়দাতা গ্যালাক্সির আয়তন তুলনা করলে বোঝা যাবে সেই পার্থক্য কত বড়৷ অনেকটা ধাতুর তৈরি পয়সার সঙ্গে চাঁদের আয়তনের তুলনার মতো৷ তা সত্ত্বেও সক্রিয় বিকাশের সময় বিশাল ভরসম্পন্ন ব্ল্যাক হোল গ্যালাক্সির উপর বিশাল প্রভাব বিস্তার করতে পারে৷’’


কীভাবে ব্ল্যাক হোল সেই প্রভাব রাখে, জ্যোতির্বিজ্ঞানী হিসেবে ডোমিনিকা তা বুঝতে চান৷ কারণ আমরাও তো মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বাস করি৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও