You have reached your daily news limit

Please log in to continue


আফগানরা রূপকথা লিখলে স্বপ্নভঙ্গ হবে বাঙালির

ক্রিকেট নিয়ে রোমান্সের বড় একটা কারণ হঠাৎ বিস্মিত করে দেওয়ার অসাধারণ ক্ষমতা আছে খেলাটার। চট্টগ্রামে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে সেই রোমান্সের চূড়ান্ত রূপটাই তো দেখল ক্রিকেটবিশ্ব। অথচ শুরুর আগে এই সিরিজ নিয়ে খুব বেশি আবেগ কী কাজ করেছে দেশের ক্রিকেটানুরাগীদের মধ্যে? মনে হয় না। কিন্তু ফেবারিটের তকমা লাগানো বাংলাদেশকে যদি হারিয়ে দিত আফগানরা তা হলে কিন্তু বাঙালির আবেগ নামক আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটত। গেল গেল রব উঠত! তার আগ পর্যন্ত বাঙালি অনেকটা নির্লিপ্ত ছিল!

ক্রিকেট এ দেশের মানুষের কাছে এক আবেগের নাম। আর তালেবানশাসিত আফগানদের কাছে ক্রিকেট সর্বজনগ্রাহ্য হয়ে উঠতে পারেনি। লম্বা সময় ধরে রক্তক্ষয়ী যুদ্ধের পর তালেবানরা শাসন ক্ষমতায় আসার পর দেশটার ক্রিকেটারদের অনেককে দেশ ছেড়ে পালাতে হয়। দেশটার ক্রিকেট নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। আফগান শাসকদের সে সময়ের কথাবার্তা, কার্যকলাপ ক্রিকেটবিশ্বকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল গত শতাব্দীর সত্তর দশকের গোড়ায়। যখন বর্ণবাদের কারণে সাউথ আফ্রিকাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হতে হয়েছিল। আলী বাখারের নেতৃত্বে কী অসাধারণ একটা টিম ছিল সাউথ আফ্রিকার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন