![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2022/02/24/image-523641-1645675944.jpg)
বাড়ছে টিকটকের ভিডিও দৈর্ঘ্য
বাইটড্যান্স মালিকানাধীন শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফরম টিকটক ৩ মিনিট থেকে বাড়িয়ে এবার ১০ মিনিটে ভিডিওর দৈর্ঘ্য নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। গত বছর ভিডিওর দৈর্ঘ্য ১ মিনিট থেকে বাড়িয়ে ৩ মিনিট করেছিল কোম্পানিটি।
জএতে কনটেন্ট ক্রিয়েটরদের পাশাপাশি নিজেদেরও আয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত আগস্ট থেকেই ৫ মিনিট দৈর্ঘ্যরে ভিডিওর পরীক্ষা চালাচ্ছে টিকটক। এবার অল্পসংখ্যক ব্যবহারকারীর জন্য ১০ মিনিটের ভিডিওর পরীক্ষা চালাবে তারা। দ্য ওয়্যারডের খবর অনুযায়ী, এরই মধ্যে অল্প কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্টে ১০ মিনিটের ভিডিওর পরীক্ষা চালানো হয়েছে। টিকটকের এক মুখপাত্র তাদের এ তথ্য নিশ্চিত করেছে। অর্ধেকের বেশি ব্যবহারকারীর ওপর সম্প্রতি এক জরিপ পরিচালনা করেছে টিকটক। দ্য ওয়্যারডকে টিকটকের ওই প্রতিনিধি জানান, ১ মিনিটের অধিক দৈর্ঘ্যরে ভিডিওতে চাপ অনুভব করেন বলে জানিয়েছেন বেশিরভাগ ব্যবহারকারী।