আমাকে নিয়ে যা খুশি লিখতে পারেন, সাংবাদিকদের ডমিঙ্গো
জেমি সিডন্সকে ব্যাটিং কোচ করে নিয়ে আসার পর অনেকেই বলেছিলেন, এর মধ্য দিয়ে রাসেল ডমিঙ্গোর ক্ষমতার সুতাটা আরও কেটে দিয়েছে বিসিবি। কেননা, দলের সিনিয়র ক্রিকেটারদের বেশির ভাগই যে সিডন্সেরই প্রাক্তন ছাত্র। তাঁর হাত ধরেই তো আবির্ভাব তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের। এমন কাউকে নতুন করে কোচিং প্যানেলে যুক্ত করা মানে তো প্রধান কোচ ‘গুরুত্বহীন’ হয়ে যাওয়া।
তবে বিষয়টিকে সেভাবে দেখছেন না ডমিঙ্গো। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বললেন, ‘দেখুন, সে (সিডন্স) অনেক অভিজ্ঞ এক কোচ। বিশ্বজুড়ে কোচিং করিয়েছে। এখানকার সিস্টেম সে জানে, অনেক খেলোয়াড়কে সে চেনে। হয়তো আমার চেয়েও ভালো জানে, কারণ আগেও সে এখানে ছিল।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৭ মাস, ৩ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ২ সপ্তাহ আগে