ইউক্রেনে থাকা বাংলাদেশিদের পোল্যান্ডে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে
রাশিয়া ইউক্রেনে আক্রমণ করায় পোল্যান্ডে যেতে আগ্রহী বাংলাদেশি প্রবাসীদের গ্রহণের প্রস্তুতি নিচ্ছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা পোলিশ কর্তৃপক্ষকে বাংলাদেশিদের ভিসা দেওয়ার জন্য অনুরোধ করেছি কারণ তারা বলেছে পোল্যান্ড ভ্রমণের জন্য ভিসা লাগবে। আমরা ইউক্রেনে থাকা আমাদের লোকজনকে শিগগির ভিসা পাওয়ার কথা জানিয়েছি।'
তিনি বলেন, যাদের পাসপোর্ট নেই তাদেরও জরুরি ভিত্তিতে দূতাবাস আসার অনুমতি দেওয়া হবে।'
সুলতানা লায়লা বলেন, 'আমরা আমাদের অর্থ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি যে ইউক্রেন থেকে আগত বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার জন্য অর্থের প্রয়োজন হবে। এছাড়াও, জরুরি পরিস্থিতি মোকাবেলায় আমরা পোল্যান্ডে বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গেও এই বিষয়ে কথা বলেছি।'