You have reached your daily news limit

Please log in to continue


খোঁপায় গুঁজুন গাজরা

এমনিতেই চুলের অলংকার হিসেবে ফুল তুলনাহীন। আর বসন্ত এলে তো কথাই নেই। কখনো খোলা চুল, কখনো বেণির বুনন, আবার কখনোবা খোঁপার বাঁধন! এসবের সঙ্গে দিব্যি মানিয়ে যায় দোলনচাঁপা, পদ্ম, মাধবীলতা, জুঁই, বেলি, গন্ধরাজ, গোলাপ কিংবা কাঠগোলাপ। আর খোঁপায় গাজরা গুঁজে দিলে পারফিউমের আর দরকার পড়বে না।

চুলে আটকা পড়া ফুলের সুগন্ধ মনের ভেতর একধরনের স্নিগ্ধ, ফুরফুরে সতেজ ভাব নিয়ে আসে। আর সৌন্দর্য একলাফে বেড়ে যায় অনেকখানি। চুলের এই সাজ কিন্তু অনেক পুরোনো। ঘুরে-ফিরে আরামদায়ক ও ফ্যাশনেবল স্টাইলগুলোই পায় জনপ্রিয়তা। আর এখন চুলের নয়া ফ্যাশন হলো খোঁপা। যদিও স্টাইলটি কিন্তু অনেক পুরোনো। তবে হালের ফ্যাশনের সংযোগে খোঁপায় আনা যায় ভিন্নতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন