যাদের সম্পদ ও সন্তান পরকালে কোনো কাজে আসবে না

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১০

মুসলমানদের বৈধ উপায়ে অর্জিত ধন-সম্পদ ও নেক সন্তান-সন্তুতি মানুষের দুনিয়া ও পরকালে কাজে আসে কিন্তু অমুসলিম-অবিশ্বাসীদের কোনো ধন-সম্পদ কিংবা সন্তান-সন্ততি তাদের মৃত্যুর পর তাদের আল্লাহর সামনে কোনো কাজে আসবে না। কোরআনুল কারিমে মহান আল্লাহ এমনটিই ঘোষণা করেছেন-


اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا لَنۡ تُغۡنِیَ عَنۡهُمۡ اَمۡوَالُهُمۡ وَ لَاۤ اَوۡلَادُهُمۡ مِّنَ اللّٰهِ شَیۡـًٔا ؕ وَ اُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ هُمۡ فِیۡهَا خٰلِدُوۡنَ



‘নিশ্চয়ই যারা কুফরি করে, আল্লাহর সামনে তাদের ধন-সম্পদ কোনো কাজে আসবে না আর তাদের সন্তান-সন্ততিও কোনো কাজে আসবে না। আর তারাই (জাহান্নামের) আগুনের অধিবাসী। তারা সেখানে চিরস্থায়ী হবে।’ (সুরা আল-ইমরান : আয়াত ১১৬)


مَثَلُ مَا یُنۡفِقُوۡنَ فِیۡ هٰذِهِ الۡحَیٰوۃِ الدُّنۡیَا کَمَثَلِ رِیۡحٍ فِیۡهَا صِرٌّ اَصَابَتۡ حَرۡثَ قَوۡمٍ ظَلَمُوۡۤا اَنۡفُسَهُمۡ فَاَهۡلَکَتۡهُ ؕ وَ مَا ظَلَمَهُمُ اللّٰهُ وَ لٰکِنۡ اَنۡفُسَهُمۡ یَظۡلِمُوۡنَ


তারা দুনিয়ার জীবনে যা ব্যয় করে, তার উপমা সেই বাতাসের ন্যায়, যাতে রয়েছে প্রচন্ড ঠান্ডা, যা পৌঁছে এমন কওমের শস্যক্ষেতে, যারা নিজদের উপর জুলুম করেছিল। অতঃপর তা শস্যক্ষেতকে ধ্বংস করে দেয়। আর আল্লাহ তাদের উপর জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজদের উপর জুলুম করে। (সুরা আল-ইমরান : আয়াত ১১৭)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে