রাশিয়ার পাঁচটি বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের

প্রথম আলো ইউক্রেন প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৩

ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী–নিয়ন্ত্রিত এলাকার কাছে রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল সেরহিই শাপটাললার বরাতে বার্তা সংস্থা এএফপির আজ বৃহস্পতিবারের প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে।


সেরহিই শাপটাললা বলেছেন, ‘জয়েন্ট ফোর্স কমান্ডের তথ্য অনুযায়ী আজ আক্রমণকারীদের পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।’


আজ সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী–নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলে রুশ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেওয়ার পর ইউক্রেন এসব কথা জানাল। পুতিনের সামরিক অভিযান শুরুর নির্দেশ আসার পরই আজ রাজধানী কিয়েভসহ ইউক্রেনে আরও দুটি স্থানে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও