গন্ডার তাড়াতে হাতি

প্রথম আলো আসাম প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৩

বনের গন্ডার লোকালয়ে ঢুকেছে। এরপর পথ হারিয়ে আর ফিরতে পারছে না। গ্রামের মাঠ–ঘাট–সড়কে ঘুরে বেড়াচ্ছে গন্ডারের দল। আতঙ্কে সময় পার করছেন গ্রামবাসী। অবশেষে এ আতঙ্ক থেকে তাঁদের মুক্তি দিতে তলব করা হয়েছে দুটো হাতি। গ্রাম থেকে গন্ডারদের তাড়া করে বনে ফিরিয়ে নেবে হাতি দুটো—এমনটাই প্রত্যাশা কর্তৃপক্ষের।


ঘটনাটি ভারতের উত্তর–পূর্বাঞ্চলের রাজ্য আসামের ব্রহ্মপুত্রঘেঁষা গ্রাম মাজুলিতে। গ্রামের পাশেই বিশাল বন। রয়েছে হাতি, বাঘ, গন্ডারসহ অনেক বন্য প্রাণী। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই গত মঙ্গলবার জানায়, নির্বিঘ্নে দিন কাটছিল মাজুলি গ্রামের বাসিন্দাদের। গত ২৮ জানুয়ারি হঠাৎ পাশের বন থেকে গন্ডারের দল গ্রামে চলে আসে। এর পর থেকে বুনো গন্ডারগুলো গ্রামের সড়কে–মাঠে–খেতে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও