![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2022/Feb/1645628390_new-project-2022-02-23t202843-610.jpg)
চোঁয়া ঢেকুর, বুক জ্বালার সমস্যা অবহেলা করছেন? ঘটতে পারে বড় বিপদ
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৫
‘জিইআরডি’ অর্থাৎ, ‘গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ’ হল একটি হজমের ব্যাধি। মুখ ও খাদ্যনালীর সংযোগস্থলকে বিজ্ঞানের ভাষায় বলে ইসোফেগাস, আর যখন পাকস্থলীর খাদ্যবস্তু ইসোফেগাসে ফিরে আসে তখন তাকে বলে ‘গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ’। চলতি ভাষায়, একে টক ঢেকুর, চোঁয়া ঢেকুর বা অ্যাসিড রিফ্লাক্সও বলা হয়।
কোনও ব্যক্তির যদি সপ্তাহে দু’বারের বেশি এই ধরনের অ্যাসিড রিফ্লাক্সের উপসর্গ দেখা যায়, তবে তিনি এই জিইআরডি রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। যদিও এটি শুরুতে খুব একটা ক্ষতিকারক মনে নাও হতে পারে, তবু সঠিক চিকিৎসা না করা হলে এটি ভবিষ্যতে বেশ কয়েকটি দীর্ঘস্থায়ী অসুস্থতা ডেকে আনতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- বুক জ্বালাপোড়া
- চোঁয়া ঢেঁকুর