
ডিজিটাল মানবিক সভ্যতা গড়ে তুলতে কাজ করার আহ্বান
ডিজিটাল মানবিক সভ্যতা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, বাংলাদেশের অপার সম্ভাবনা আমাদের মানবসম্পদ। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর উত্তরাধিকারী এই জাতি হিসেবে আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। নতুন প্রজন্মের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করা আমাদের দায়িত্ব।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় চতুর্থ শিল্পবিপ্লব ও বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।
তিনি বলেন, ২০১৬ সালে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে চতুর্থ শিল্পবিপ্লব ঘোষিত হওয়ার আট বছর আগে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ঘোষণা দেয়। ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরুর ধারাবাহিকতায়, বাংলাদেশ অতীতের তিনটি শিল্পবিপ্লব মিস করে প্রযুক্তিতে শত বছরের পশ্চাদপদতা অতিক্রম করে চতুর্থ শিল্পবিপ্লবে বিশ্বে নেতৃত্বের সক্ষমতা অর্জন করেছে।