গ্যাসের চুলা ঠিক আছে কি না বুঝবেন যেভাবে
সমকাল
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৯
রান্নাঘরে সব থেকে বেশি ব্যবহৃত অংশ হচ্ছে গ্যাসের চুলা। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলে এই ব্যবহার। নিয়মিত যত্নের অভাবে এই গুরুত্বপূর্ণ জিনিসটাই অনেক সময় বিপদ ডেকে আনতে পারে। তবে গ্যাসের চুলার নিয়মিত যত্ন নিলে সুরক্ষাও নিশ্চিত হবে৷ আবার গ্যাসের খরচও কমবে৷
চুলার যত্নে কী করবেন
গ্যাসের চুলা যখন জ্বালাচ্ছেন প্রথমে খেয়াল রাখুন লাইটার দিয়ে চুলা জ্বালানোর সময় ‘ক্লিক’ করে একটা শব্দ হয় কিনা। সে সময় যদি কোনও শব্দ না শোনেন কিন্তু গ্যাসের গন্ধ পান, তাহলে বুঝবেন কোনও সমস্যা হয়েছে।
এমন হলে গ্যাস বন্ধ করে বার্নারক্যাপ সরিয়ে ফেলুন৷ তার পর ময়লা পরিষ্কার করে আবার গ্যাসের চুলা ব্যবহার করুন।