মনের কথা পড়ে ফেলে, তার ছবিও তোলা সম্ভব এ ক্যামেরায়, দাবি ছিল নিকোলা টেসলার

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৩

কার মনের গভীরে কী কথা লুকিয়ে রয়েছে, কে বলতে পারে? কবিরা বলতে পারেন, চোখের ভাষায় তো তা ফুটে ওঠে। তবে সে ভাষা তো কবির কল্পনা। এমন বলতে পারেন যুক্তিবাদীরা। মনের কথা জানা কি আদৌ সম্ভব?



মস্তিষ্কের গহন কোণে কার কী চিন্তা-ভাবনা চলছে, তার মর্মোদ্ধার করা সম্ভব। এককালে এ দাবি ছিল সার্বিয়ান-আমেরিকান উদ্ভাবক নিকোলা টেসলার। ওই দাবি করেই থেমে থাকেননি। আরও পিলে চমকানো কথা জানিয়েছেন টেসলা।



মনে মনে এক আর মুখে অন্য কথা। এমন তো হামেশাই শোনা। এমন যন্ত্রও নেই যে যার সাহায্যে অন্যের মনের কথা জেনে ফেলা যাবে। তবে টেসলার দাবি ছিল যে মানবমস্তিষ্কে চিন্তা-ভাবনার কী খেলা চলছে, তা পড়ে ফেলা যায়। এমনকি, সেই চিন্তা-ভাবনার ছবিও তুলে ফেলা সম্ভব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও