![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252Ffec41f0b-1453-4248-a61c-d77a4f4af3dd%252F274143042_455826856241504_2825729631568148733_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D700%26dpr%3D1.1)
বিয়ের রেশ কাটেনি এখনো
প্রথম আলো
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৩
করোনার কারণে অনেকগুলো বিয়ে আটকে ছিল। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই একের পর এক বিয়ে হচ্ছে বলিউডে। সম্প্রতি হয়ে গেল ফারহান আখতার ও শিবানী দন্ডেকারের বিয়ে।
কাছাকাছি সময়ের আরেক জুটি বিক্রান্ত মাসেই ও শীতল ঠাকুরও বিয়ের পিঁড়িতে বসলেন। বিয়ে হয়ে গেলেও তার রেশ এখনো চলছে। যার প্রমাণ মেলে সামাজিক যোগাযোগমাধ্যমে।