![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252F8e3fd3da-271e-4f2e-acea-742560602174%252FJapan.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর
ইউক্রেন সমস্যা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। এর আগে আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মস্কোর পদক্ষেপকে ইউক্রেনের সার্বভৌমত্বের পাশাপাশি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সেনা মোতায়েনের আদেশ কখনো গ্রহণযোগ্য হতে পারে না। বিলম্ব না করে কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে উত্তেজনা প্রশমনে এগিয়ে আসায় রাশিয়ার প্রতি তিনি আহ্বান জানান।