ইতিহাসের পথ ধরে ইসলামী শিল্পকলার নান্দনিক ছোঁয়া

কালের কণ্ঠ সৌদি আরব প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৩

ইসলামী শিল্পকলার অনন্য সৌন্দর্য, সূক্ষ্ম ফুলের কারুকাজ, জ্যামিতিক ও ক্যালিগ্রাফিক-শৈলীর জন্য বিশ্বব্যাপী সমাদৃত। এর বিস্তৃত অঙ্গনে স্থাপত্য, ক্যালিগ্রাফি, অঙ্কন, গ্লাস, সিরামিকস ও বুননশিল্পসহ শিল্পের প্রায় সব ধারা অন্তর্ভুক্ত। ইসলামী শিল্পকলার অস্তিত্ব শত শত বছর ধরে টিকে আছে।


পূর্ব-পশ্চিমের সাম্রাজ্যগুলো যুগে যুগে যেসব রাজপ্রাসাদ ও সমাধি নির্মাণ করেছে তাতে এবং আধুনিক সময়ের জাদুঘরগুলোতে তার সরব অস্তিত্ব আছে। ইসলামী শিল্পকলার এই বিস্তৃতি ও ঐশ্বর্য তুলে ধরার একটি উদ্যোগ ‘দ্য হাউস অব ইসলামিক আর্ট’।


সৌদি আরবের ব্যতিক্রমধর্মী এই জাদুঘরে স্থান পেয়েছে বিভিন্ন দেশের এক হাজারেরও বেশি ঐতিহাসিক নিদর্শন। নিদর্শনগুলো থেকে বিভিন্ন যুগে ইসলামী শিল্পকলার বৈচিত্র্য সম্পর্কে সহজেই ধারণা লাভ করা যায়। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও গবেষণার ফসল ঐতিহাসিক নিদর্শনগুলো সংগ্রহ করা হয়েছে আন্তর্জাতিক নিলাম ও ব্যক্তিগত সংগ্রহশালা থেকে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে