![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F02%2F22%2F85ee120ca06a7f2e3ed8c2a816a88ad6-5bd9a8b5c5f82-c203e6a03e74032043dafd4a28e19dd8-6db5d057064f0c1b6f9ea77fa7d498e5.jpg%3Fjadewits_media_id%3D777121)
গীতিকবি ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী আর নেই
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩০
নন্দিত গীতিকবি ও জনপ্রিয় জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী আর নেই। দীর্ঘ রোগ-ভোগের পর মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।
কাওসার আহমেদ চৌধুরীর একমাত্র সন্তান প্রতীক বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরেই এই গীতিকবি কিডনিজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি করোনা পজিটিভ হয়ে নিওমোনিয়াতেও আক্রান্ত হন। শেষ দশদিন তিনি ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।