আরও বাড়তে পারে বিদেশি মদের দাম
আমদানি শুল্ক ও আমদানি কোটার কারণে দেশে বিদেশি মদের দাম এমনিতেই বেশি। আমদানির ওপর নতুন বিধি-নিষেধ আরোপ করে প্রণীত সরকারের সংশোধীত অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর কারণে আরও বাড়তে পারে বিদেশি মদের দাম।
মদ বিক্রেতারা তাদের চাহিদার মাত্র ৪০ শতাংশ বিদেশি মদ আমদানি করতে পারবে, স্থানীয়ভাবে তৈরি মদের মাধ্যমে বাকি ৬০ শতাংশ চাহিদা মেটাতে হবে।
একইভাবে যে সব ক্লাবের দুইশোর বেশি সদস্যের লাইসেন্স আছে, তারাও তাদের চাহিদার মাত্র ৪০ শতাংশ বিদেশি মদ আমদানি করতে পারবে, স্থানীয়ভাবে তৈরি মদের মাধ্যমে বাকি ৬০ শতাংশ চাহিদা মেটাতে হবে।