অ্যাংজাইটিতে ভুগছে সন্তান? জেনে নিন সমস্যার কারণ ও প্রতিরোধের উপায়
eisamay.com
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৪
এই সময় জীবন যাপন ডেস্ক: কখনও কখনও বাচ্চারাও উদ্বিগ্ন, চিন্তিত হয়ে পড়তে পারে এবং এটি স্বাভাবিক। তবে আপনারা কী জানেন এই উদ্বিগ্নতা তাদের আচরণ ও চিন্তাভাবনাকে প্রভাবিত করতে পারে? তারাও দুশ্চিন্তা এবং একাকীত্বে ভুগতে পারে। বাচ্চারা নানান কারণে উদ্বিগ্ন হয়ে থাকে।
বাচ্চাদের মধ্যে অ্যাংজাইটির কারণ
১. সেরোটোনিন ও ডোপামিন এমন দুটি নিউরোট্রান্সমিটার, যার ক্ষরণ বৃদ্ধি পেলে বাচ্চাদের মধ্যে অ্যাংজাইটি দেখা যায়।
২. অভিভাবক হিসেবে আপনিও সন্তানের অ্যাংজাইটির জন্য দায়ী হতে পারনে। কারণ অভিভাবক উদ্বিগ্ন থাকলে, বাচ্চারাও উদ্বিগ্ন হয়ে পড়বে। ঠিক যেমন বাচ্চারা মা অথবা বাবার মতো, চুল, নাক, মুখ পেয়ে থাকে, তেমনই অ্যাংজাইটিও তারা মা-বাবার কাছ থেকেই পায়। শিশুর আশপাশে থাকলে আপনি যদি উদ্বিগ্ন হয়ে পড়েন, তা হলে তারাও ততটাই উদ্বিগ্ন থাকবে।