রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে ইউক্রেইন: জেলেনস্কি
বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা পূর্ব ইউক্রেইনের দুটি অঞ্চলকে মস্কো নতুন স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ইউক্রেইন ছিন্ন করতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে এস্তোনিয়ার প্রেসিডেন্টকে পাশে নিয়ে জেলেনস্কি বলেন, তিনি পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে সম্পর্ক ছিন্ন করার অনুরোধ বিবেচনা করে দেখছেন।
তিনি ইউক্রেইনের মিত্রদেশগুলোকেও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ হওয়া পর্যন্ত অপেক্ষা করে না থাকার আহ্বান জানিয়েছেন।