চুল কেন ঝরে পড়ে, প্রতিকারে কী করবেন?

যুগান্তর প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৬

চুল ঝরে পড়ার সমস্যায় কম বেশি সবাই ভোগেন।  সারা বিশ্বেই বিভিন্ন বয়সী মানুষের মধ্যে এই সমস্যা দেখা দেয়।  চুল পড়া ঠেকাতে আমরা নানা প্রসাধনী ব্যবহার করে থাকি।  এগুলোর ব্যবহার অনেক সময় হিতে বিপরীত হয়।  চুল ঝরে পড়ার কারণ না জেনে চিকিৎসা দিলে নানা জটিলতা হতে পারে।


চুলের প্রধান সমস্যা অকালে চুল পড়ে যাওয়া। তরুণ-তরুণীরা এ নিয়ে উদ্বিগ্ন থাকেন। যুবক বয়সে এর প্রধান কারণ অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বা টাক।  এটি জেনেটিক কারণে হয়ে থাকে।  


এছাড়া অ্যান্ড্রোজেন হরমোনের কারণেও চুল পড়ে।  বয়সকালেও চুল পড়ে যায়। গর্ভাবস্থায় ও স্তন দানকালে হরমোনের একটিভিটি বেড়ে যায় বলে এ সময়ও চুল পড়ে যায়।  আবার অনেক সময় ক্রাশ ডায়েটের কারণেও চুল ঝরে পড়তে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও