ফাল্গুনে ভালো ফল, লক্ষ্য এবার বৈশাখ
গদখালীর মাঠগুলোতে এখন শোভা পাচ্ছে লিলিয়াম, রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, চন্দ্রমল্লিকাসহ হরেক রকম ফুল। যেন হাসছে। পয়লা ফাল্গুন ও শহীদ দিবসে এই ‘ফুলের রাজ্যের’ ফুল ব্যবসায়ীরা চুটিয়ে ব্যবসা করেছেন। তাঁদের মুখের সেই হাসি যেন বাগানে ছড়িয়ে পড়েছে।
ঝিকরগাছার যশোর-বেনাপোল রোডে গদখালী ইউনিয়নের বাজারে বসে এই বাজার। প্রতিদিন সূর্য ওঠার আগেই চাষি, পাইকার, মজুরের হাঁকডাকে মুখর হয়ে ওঠে যশোর শহর থেকে ২০ কিলোমিটার পশ্চিমের গদখালী এলাকার এই ফুলের রাজ্য। আশপাশের গ্রাম থেকে ফুল এনে সেখানে চলে বিকিকিনি।