শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ করতে চাই না: শিক্ষামন্ত্রী
করোনাভাইরাসের সংক্রমণের কারণে আবার যেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে না হয় সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সতিনি বলেছেন, “কঠোরভাবে সবাইকেধি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। করোনার কারণে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে আমরা চাই না।”
কোভিডের নতুন ধরন ওমিক্রনের উদ্বেগের মধ্যে গত ২১ জানুয়ারী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। সংক্রমণ কমায় এক মাস পর মঙ্গলবার আবার শ্রেণিকক্ষে ফিরেছে শিক্ষার্থীরা।
এদিন ষষ্ঠ শ্রেণিতে নতুন জাতীয় শিক্ষাক্রমের পরীক্ষামূলক পাঠদান শুরু হয়েছে ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে। এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানেই কথা বলছিলেন শিক্ষামন্ত্রী।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে