![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feconomy%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2F1-photo-pran-participates-gulf-food-fare-20220222155157.jpg)
দুবাইয়ে খাদ্যপণ্যের মেলায় সাড়া ফেলেছে প্রাণ
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত খাদ্যপণ্যের মেলা ‘গালফ ফুড ফেয়ারে’ ক্রেতাদের ভালো সাড়া পেয়েছে দেশের শীর্ষস্থানীয় খাদ্য প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘প্রাণ’। দুবাইয়ের আন্তর্জাতিক ট্রেড সেন্টারে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় প্রাণ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য প্রদর্শন করে।