কপালে থাকলে ঠেকায় কে!
ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলায় ২৬.১১ ক্যারেটের একটি হীরা খুঁজে পাওয়া গেছে। ছোট আকারের ইট ভাটার এক ব্যবসায়ী অগভীর একটি খনিতে এটি খুঁজে পেয়েছেন। মঙ্গলবার পান্নার হীরা কর্মকর্তা রবি প্যাটেল জানিয়েছেন, মূল্যবান এই পাথরটির মূল্য নিলামে এক কোটি ২০ লাখ রুপি উঠতে পারে।
পান্না শহরের কিশোরিগঞ্জ এলাকার বাসিন্দা সুশীল শুকলা এবং তার সহযোগীরা সোমবার হীরাটি খুঁজে পান। ওই কর্মকর্তা জানান, কৃষ্ণা কল্যানপুর এলাকার কাছের একটি খনিতে এটি পাওয়া যায়।
ওই কর্মকর্তা জানান, কয়েক দিনের মধ্যেই এই রত্ন পাথরটি নিলামে তোলা হবে। আর বিক্রির পর সরকারের রয়্যালিটি ও শুল্ক কেটে রেখে বাকি অর্থ যারা পেয়েছেন তাদের দিয়ে দেওয়া হবে।
- ট্যাগ:
- জটিল
- মূল্যবান
- মূল্যবান সম্পদ
- রত্ন
- মূল্যবান ধাতু