পূর্ব ইউক্রেনে রুশ সেনা: বিশ্ববাজারে তেলের দাম ৭ বছরে সর্বোচ্চ
ডেইলি স্টার
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৯
রাশিয়া পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর ঘোষণার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গত ৭ বছরে সর্বোচ্চ হয়েছে।
আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যানশিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৭ ডলার ৬৬ সেন্ট হয়েছে। এটি ২০১৪ সালের সেপ্টেম্বর পর সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৫ ডলার ১৯ সেন্ট।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংকটের কারণে তেলের সরবরাহ কমে যেতে পারে এই আশঙ্কায় বিশ্ববাজারে এর দাম বাড়ছে।