You have reached your daily news limit

Please log in to continue


মধ্যপ্রদেশে ১ কোটি ২০ লাখ রুপির হীরার সন্ধান পেলেন এক ব্যক্তি

ভারতের মধ্যপ্রদেশে ২৬ দশমিক ১১ ক্যারেটের হীরার সন্ধান পেয়েছেন এক ব্যক্তি। জানা গেছে, পান্না জেলার ওই ব্যক্তি অগভীর খনির মধ্যে সন্ধান পান এই মূল্যবান হীরার। ভারতীয় অর্থে এটির বাজার দর এক কোটি ২০ লাখ রুপি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জেলার পক্ষ থেকে হীরার সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা রাভি প্যাটেল জানান, পান্না শহরের এক বাসিন্দা সুশীল শুকলা এবং তার সহযোগী সোমবার কৃষ্ণা কল্যাণপুর এলাকায় একটি অগভীর খনির মধ্যে হীরার সন্ধান পান। সরকারের রয়্যালিটি ও ট্যাক্সের শর্ত মোতাবেক এটি শিগগির নিলামে তোলা হবে বলেও জানান তিনি। জানা গেছে, শুকলা একজন ছোট ইট-ভাটার ব্যবসায়ী, তিনি জমিটি ভাড়া নেন।

তিনি এবং তার পরিবার গত ২০ বছর ধরে এ ধরনের খনিতে কাজ করে আসছেন। তবে এবারই প্রথম তিনি এতো দামি হীরার সন্ধান পেলেন। ওই ব্যক্তি জানান, অগভীর খনিটি পাঁচজন অংশীদারের সঙ্গে লিজ নিয়েছিলেন তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, হীরা বিক্রি করে যে টাকা হবে তাতে তিনি একটি ব্যবসা চালু করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন