সমাপ্ত হওয়ার ৮ মাস পর পাঁচ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি

ঢাকা পোষ্ট পরিকল্পনা মন্ত্রণালয় প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৪

প্রকল্পগুলো সমাপ্ত হয়েছে গত বছরের জুনে। ফলে ২০২১-২২ অর্থবছরের এডিপি থেকে এগুলো বাদ দেওয়া হয়। তবে প্রকল্প সমাপ্তের আট মাস পর এসব প্রকল্পের ফের এক বছর করে মেয়াদ বাড়িয়ে আদেশ দিয়েছে পরিকল্পনা কমিশন।


পরিকল্পনা কমিশন সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন পাঁচটি প্রকল্প চলতি ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে বাদ পড়েছে। বাদ পড়া এই পাঁচটি প্রকল্পের এক বছর করে মেয়াদ বাড়িয়ে আদেশ জারি করেছে পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ। কার্যক্রম বিভাগের উপপ্রধান উম্মে হাসিনা স্বাক্ষরিত গত ১৭ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।


চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০২১-২২ অর্থবছরের এডিপি হতে বাদ পড়া পাঁচটি প্রকল্পের মেয়াদ এক বছর বৃদ্ধিপূর্বক জুন ২০২২ পর্যন্ত নির্ধারণের বিষয়ে কার্যক্রম বিভাগের সম্মতি প্রদান করা হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও