কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘রোয়াইঙ্গা’ ভাষার স্বীকৃতি চায় রোহিঙ্গারা, কক্সবাজারের আশ্রয়শিবিরে মানববন্ধন

প্রথম আলো কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৭

কক্সবাজারের আশ্রয়শিবিরে রোহিঙ্গা শরণার্থীরা নিজেদের মাতৃভাষা ‘রোয়াইঙ্গা’ ভাষার স্বীকৃতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোহিঙ্গারা বিভিন্ন ক্যাম্পে ছোট পরিসরে এ কর্মসূচির আয়োজন করেন। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার সাড়ে চার বছরে এবারই প্রথম এই কর্মসূচির আয়োজন করলেন রোহিঙ্গারা।



কক্সবাজার শহর থেকে ৭৬ কিলোমিটার দূরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা (ক্যাম্প-২৪) আশ্রয়শিবির। আশ্রয়শিবিরের মধ্যভাগে এলএমএস ডি ব্লকে তাওহিদিয়া কাশেমুল উলুম মাদ্রাসা। বেলা ১১টার দিকে রোহিঙ্গা ন্যাশনাল এডুকেশন বোর্ডের ব্যানারে শতাধিক রোহিঙ্গা শিক্ষক-শিক্ষার্থী সেখানে মানববন্ধন করেন। ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের তাঁরা স্মরণ করেন। পাশাপাশি নিজেদের মাতৃভাষা ‘রোয়াইঙ্গা’ ভাষার স্বীকৃতি দাবি করেন।



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও