পরিপূর্ণ সুখ দিতে না পারলে সম্পর্ক স্থায়ী হয় না: অনন্যা
সময়ের সঙ্গে কমছে সম্পর্কের স্থায়ীত্ব। এখনকার ছেলে-মেয়েদের সম্পর্ক খুব একটা স্থায়ী হয় না। সেটা যদি বিয়ের আগে প্রেম-ভালোবাসার হয়, তাহলে তো আরও বেশি ঠুনকো। কিন্তু কেন? ঠিক কী কারণে তরুণেরা এক সম্পর্কে স্থির থাকে না? কেন তারা একের পর এক নতুন সম্পর্কের দিকে ঝুঁকে পড়ে?
বিষয়টি নিয়ে নিজের অভিমত জানালেন বলিউডের এ প্রজন্মের অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তার মতে, এখনকার তরুণ প্রজন্ম একাধিক সম্পর্কে জড়াতে ভালোবাসে। এখন যোগাযোগ ব্যবস্থা অনেক সহজতর হয়ে গেছে। যার ফলে নতুন মানুষের সঙ্গে আলাপ করার সুযোগও বেশি। কোনো সম্পর্ক যদি পরিপূর্ণ সুখ দিতে না পারে, তাহলে সেই সম্পর্কে তরুণ প্রজন্ম স্থির হয় না।