বিরোধীদের সঙ্গে আলোচনায় না বসতে আসিয়ান দূতের প্রতি আহ্বান মিয়ানমার জান্তার
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরোধিতাকারীদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তকমা দিয়ে তাদের সঙ্গে আলোচনায় যুক্ত না হতে আঞ্চলিক জোট আসিয়ানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির জান্তা সরকার। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এ অভ্যুত্থানের বিরোধিতাকারীদের সঙ্গে আলোচনায় বসতে আসিয়ানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানিয়েছে ১০ দেশের আঞ্চলিক জোটের একাধিক সদস্য। এ আহ্বানের সমালোচনা করেছে মিয়ানমারের জান্তা।