কিমা পরোটা তৈরির রেসিপি
                        
                            ঢাকা পোষ্ট
                        
                        
                        
                         প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৭
                        
                    
                সাধারণত নাস্তায় যে ধরনের পরোটা খেয়ে থাকেন, তার বাইরেও আছে নানা স্বাদের পরোটা। সেসব পরোটা খাওয়ার জন্য আলাদা কিছুর দরকার পড়ে না। যেমন ধরুন মোগলাই পরোটা, আলু পরোটা, কিমা পরোটা ইত্যাদি। চিকেন কিংবা বিফ কিমার পুর দিয়ে তৈরি এই পরোটা খেতে ভীষণ সুস্বাদু। এটি তৈরিও করা যায় সহজে। আজ চলুন জেনে নেওয়া যাক কিমা পরোটা তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে