কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিজের ভাষার বর্ণমালা চেনে না তারা

প্রথম আলো কক্সবাজার সদর প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৮

কক্সবাজার শহরের টেকপাড়ার মাঝিরঘাট এলাকার রাখাইন পল্লির মা ছিন রাখাইন (৬২)। স্থানীয় বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি।
সড়কের উত্তর পাশ লাগোয়া একতলা পাকা বাড়ি মা ছিনের।


রোববার বিকেলে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, ভেতরে কাজে ব্যস্ত মা ছিন। সঙ্গে ছেলের বউ নি হ্লা ওয়ান। বাড়ির ছাদে খেলা করছিল ইলা ওয়ান, মুমু ওয়ান, প্রু প্রু ওয়ান, থিন থিনসহ কয়েকটি শিশু। তাদের সবার বয়স ১২ বছরের নিচে। সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজের স্কুলের হয়ে শহীদ মিনারে যাবে ওরা। ভাষাশহীদদের স্মরণ করতে গাইবে অমর একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। অথচ নিজের মাতৃভাষার (রাখাইন) বর্ণমালাও চেনে না এই শিশুরা। এর কারণ জানতে চাইলে থিন থিন (১২) জানায়, রাখাইন ভাষায় পড়াশোনার ব্যবস্থা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও