![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Ftechnology%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fita-20220221151840.jpg)
হোয়াটসঅ্যাপে ব্লক নাম্বারেও পাঠানো যাবে মেসেজ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৮
বিরক্তিকর নাম্বার কিংবা প্রিয়জনের সঙ্গে মনোমালিন্য হলে হোয়াটসঅ্যাপে একজন আরেকজনকে ব্লক করেন। ব্লক যদিও কোনো সমস্যার সমাধান নয়। তবে অনেকেই ব্লক অপশনের ব্যবহার করেন। আর ব্লক করলে দুই ব্যক্তির মধ্যে কোনোভাবেই মেসেজ আদান প্রদান সম্ভব হয় না।
ধরুন, আপনার নাম্বারটি কেউ হোয়াটসঅ্যাপে ব্লক করেছে? তবে আপনি তাকে মেসেজ পাঠাতে চাচ্ছেন, তাহলে কী করণীয়? আসলে ব্লক করা নাম্বার থেকে মেসেজ পাঠানো হলেও নির্দিষ্ট ব্যক্তির কাছে তা পৌঁছায় না। তাহলে উপায় কী? ব্লক এড়িয়েও মেসেজ করার সহজ উপায় আছে। এই পদ্ধতি মেনে চললে খুব সহজেই ব্লক করা ব্যক্তির কাছে পৌঁছে যাবে আপনার মেসেজ।
জেনে নিন উপায়- প্রথমে নিজের হোয়াটসঅ্যাপে ঢুকুন। এরপর ডানদিকের একদম উপরে দেখতে পাবেন তিনটি ডট দেওয়া মেনু। সেখানে ক্লিক করতেই (ডিলিট অ্যাকাউন্ট) অপশন পাবেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে